আওয়ামী লীগ রাজনীতিকে ব্রত হিসেবে নেয়: তথ্যমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 21:19:40

আওয়ামী লীগের নেতারা রাজনীতিকে ব্রত হিসেবেই নেয় বলে জানিয়েছেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, ‘বিএনপির কাছে রাজনীতি হচ্ছে ক্ষমতা লাভের এবং ভোগ-বিলাসের একটি সোপান। বিএনপি আর আওয়ামী লীগের রাজনীতির পার্থক্য এখানে।’

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাবেক মন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা এমএ মান্নানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে। আওয়ামী লীগের প্রত্যেক জাতীয় নেতাদের সংগ্রামের ইতিহাস রয়েছে। যা বিএনপি নেতাদের নেই। বিএনপির সৃষ্টি হয়েছে ক্ষমতার উৎকৃষ্টদের নিয়ে। রাজনীতির কাকদের নিয়ে বিএনপির জন্ম। বিএনপির প্রত্যেক বড় নেতা রাজনীতি মাঠের কাক।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতি, মাদক, অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। অন্যদিকে বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে ৭ নং ধারা বাদ দিয়েছেন। ৭ নং ধারাতে ছিল কেউ যদি দুর্নীতিগ্রস্ত হয়, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয় এবং কারও বিরুদ্ধে দুর্নীতর প্রমাণ পাওয়া গেলে, তিনি তাদের দলের কোনো পদে থাকতে পারবেন না। বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে এই ধারা বাদ দিয়েছে। এটা বাদ দিয়ে বিএনপি সকল দুর্নীতিবাজদের বিএনপি করার সুযোগ দিয়েছে।’

হাছান মাহমুদ বলেন, ‘পরপর তিনবার ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকেছে। কোনো কোনো নেতার নৈতিক অবক্ষয় ঘটেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে অগ্রসর হচ্ছেন।’

স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, আ.লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইলাম আমিন, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর