ডিজিটাল দুর্নীতি রোধে দুদক তদন্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 23:02:07

দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে কমিশনের তদন্তকারী কর্মকর্তাদের 'অনুসন্ধান ও তদন্ত পদ্ধতি সংক্রান্ত' পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় এই প্রশিক্ষণের উদ্বোধন করেন দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত।

‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌উদ্বোধন শেষে দুদক সচিব বলেন, অনুসন্ধান ও তদন্ত কাজে দক্ষতা বৃদ্ধির জন্য কমিশন এ জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে পরিবর্তিত ও সংশোধিত আইন এবং নতুন নতুন বিধি-বিধান অনুসারে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালনা করা সহজ হবে।

তিনি আরও বলেন, দুর্নীতিপরায়ণরা প্রযুক্তিসহ বিভিন্ন কৌশলে দুর্নীতি করলে তা উদঘাটন করার জন্যই নতুন নতুন কৌশল দুদক কর্মকর্তাদের জানতে হবে। প্রতিটি অনুসন্ধানের সাথে কর্মকর্তাদের “নোটবুক অব ইনকোয়ারি” সংরক্ষণ করতে হবে। এতে অনুসন্ধানের গুণগত মান এবং কর্মকর্তাদের কর্মপ্রয়াস যেমন আরো বিকশিত হবে, তেমনি মনিটরিংও আরো সহজ হবে।

দুদক মহাপরিচালক (প্রশিক্ষণ ও আইসিটি) এ কে এম সোহেলের উপস্থিতিতে। এই প্রশিক্ষণে উপ-পরিচালক, সহকারী পরিচালক ও উপ-সহকারী পরিচালক পদমর্যাদর ত্রিশজন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

এ সম্পর্কিত আরও খবর