বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা সমাধানে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

সিলেট, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিলেট | 2023-08-25 23:30:35

শিক্ষামন্ত্রী দিপু মনি বলেছেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা সমাধানে কাজ করছে সরকার। দুই-একটা বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি সব বিশ্ববিদ্যালয় ভালোভাবে চলছে।’

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার মান উন্নয়নে স্কুল ফিডিং নীতিমালার আওতায় সরকারের প্রাথমিক শিক্ষা অধিদফতরের পর মাধ্যমিক শিক্ষা অধিদফতর মিড-ডে মিল চালু করেছে। শিশুদের স্কুলমুখী করতে প্রতি মিলের জন্য আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে ২০ টাকা গ্রহণ করা যাবে। প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত রান্নার জায়গা এবং রান্না পরিবেশন করার জন্য জনবলের ব্যবস্থা করা হবে।’

তিনি বলেন, ‘সিলেটে যে শিক্ষক সংকট রয়েছে তা দ্রুত সমাধান করা হবে।’

এর আগে দুপুর ২টায় সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভিডিও কনফারেন্সে সিলেট বিভাগের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানেও মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ সম্পর্কিত আরও খবর