উন্নত বিশ্বের আদলে গড়ে তোলা হবে রেল ব্যবস্থাকে: রেলমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 11:46:40

রেলপথ মন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন ভারতীয় এলওসি এর অর্থায়নে নির্মাণাধীন ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত ৩য় ও ৪র্থ লাইন এবং টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডুয়েলগেজ ডাবল রেললাইন নির্মাণ কাজ পরিদর্শন করেছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) কমলাপুর স্টেশন থেকে সকালে একতা এক্সপ্রেস ট্রেন যোগে জয়দেবপুর অংশের নির্মাণাধীন  কাজ পরিদর্শন করেন রেলমন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, 'উত্তরবঙ্গের জন্য এই রুটটি খুবই গুরুত্বপূর্ণ। টঙ্গী থেকে সিঙ্গেল লাইনের কারণে ট্রেন নির্ধারিত গতিতে চালানো সম্ভব হয় না। অন্য ট্রেনকে অপেক্ষায় রেখে চালাতে হয়। শিডিউলেও বিপত্তি ঘটে । এই অংশটি চালু হলে অনেক ট্রেন চললেও সমস্যা হবে না।

রেলপথ মন্ত্রী বলেন, যমুনা নদীর ওপর আলাদা বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এই সেতু চালু হলে সমস্যা অনেকাংশে কমে যাবে। রেলে অনেক প্রকল্পের কাজ চলমান। রেল যোগাযোগকে উন্নত বিশ্বের আদলে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।

পরে মন্ত্রী জয়দেবপুর স্টেশন থেকে বিশেষ গ্যাংকার যোগে ঢাকার উদ্দ্যেশ্যে রওনা দেন।  

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর