বস্তুনিষ্ঠ সংবাদ গণতন্ত্রকে শক্তিশালী করে: স্পিকার

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 12:08:35

গণমাধ্যমে প্রকাশিত বস্তুনিষ্ঠ সংবাদ গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকে উৎসাহিত করেছেন। ফলে বাংলাদেশ এখন তথ্যপ্রবাহের অবাধ সময় অতিবাহিত করছে। আইসিটির সহজলভ্যতার ফলে তথ্যপ্রবাহের সুযোগ বৃদ্ধি পেয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে অনলাইন নিউজপোর্টাল পার্লামেন্ট নিউজ বিডি.কমের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন স্পিকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, আক্তারুজ্জামান বাবু এমপি, মুস্তফা লুৎফুল্লাহ এমপি এবং সাংবাদিক নেতা রাজু আহমেদ।

অনুষ্ঠানে কেক কেটে পার্লামেন্ট নিউজ বিডি.কমের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ সম্পর্কিত আরও খবর