১৪৯ মন্দিরকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুদানের চেক

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 21:51:05

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১৪৯ টি মন্দিরকে পাঁচ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করেছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ১২ টায় নগর ভবনে অনুদানের চেক প্রদান করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

এ সময় মেয়র বলেন, মণ্ডপের আশেপাশে যদি কোন ময়লা আবর্জনা কিংবা ডাস্টবিন থাকে সেগুলো দ্রুত অপসারণের ব্যবস্থা করা হবে। এছাড়া নিরাপত্তা ও সড়ক বাতিগুলো ঠিক আছে কিনা সেগুলো দেখা হচ্ছে।

তিনি বলেন, আরো যদি কোন ধরনের সমস্যা থাকে সেগুলো লিখিত আকারে দেন।

মতবিনিময় সভায় বিভিন্ন স্থান থেকে আসা পূজা উদযাপন কমিটির নেতারা জানান, মন্দিরের পাশে ডাস্টবিন থাকায় ভক্তদের যাতায়াত সমস্যা হয়। মন্দিরগুলো বিভিন্ন গলিতে অবস্থিত হওয়ায় সড়ক বাতি না থাকায় চলাচলে সমস্যা হয়।

এছাড়া অনেকেই অনুদানের পরিমাণ বাড়ানোর জন্য মেয়রের প্রতি অনুরোধ জানান ।

এ সম্পর্কিত আরও খবর