সিলেটে হেলমেট ছাড়া মিলবে না পেট্রল

সিলেট, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিলেট | 2023-08-24 17:30:46

সিলেটে ‘হেলমেট আছে তো জ্বালানি আছে’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সিলেট নগরের মিরাবাজারের মেসার্স বিরতি ফিলিং স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপকমিশনার ফয়সল মাহমুদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ও পেট্রল পাম্প মালিক সমিতির নেতারা।

জানা গেছে, নগরে সড়ক নিরাপত্তা নিশ্চিতে ‘হেলমেট আছে তো জ্বালানি আছে' শীর্ষক এ কর্মসূচি গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এ উদ্যোগের আওতায় এখন থেকে সিলেট শহরে হেলমেট ছাড়া আর কোনো মোটরসাইকেল আরোহী পেট্রল কিনতে পারবেন না।

সিলেট বিভাগীয় পেট্রল পাম্প মালিক সমিতির সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, ‘ট্রাফিক বিভাগ আমাদের সঙ্গে এ বিষয়ে সভা করে সহযোগিতা চেয়েছেন। সভায় আমরাও একমত পোষণ করেছি। আমরাও চাই এই উদ্যোগ বাস্তবায়ন হোক।’

সিলেট নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মো. ফয়সল মাহমুদ বলেন, ‘মোটরসাইকেল চালকদের বেপরোয়া চলাচল ও হেলমেট ব্যবহার না করায় বিভিন্ন দুর্ঘটনার খবর পাই। মাঝে মধ্যে হতাহতের ঘটনাও ঘটে। তাই সড়কে শৃঙ্খলা ফেরাতে, সড়ক দুর্ঘটনা রোধে মোটরসাইকেল চালকদের সচেতন করতে এ উদ্যোগ নিয়েছে পুলিশ।’

এ সম্পর্কিত আরও খবর