মন্ত্রী-এমপিদের আয়-ব্যয়ে অনিয়ম থাকলে তথ্য দিন: কাদের

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 03:37:06

মন্ত্রী ও এমপিদের আয়-ব্যয়ে অনিয়ম থাকলে, সে তথ্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (০১ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘প্রতিবছর আমরা আমাদের সম্পদের হিসাব প্রধানমন্ত্রীকে দিয়ে আসছি। মন্ত্রী হওয়ার সময় আমরা হিসাব দিয়েছি। আমার কত সম্পদ, আমি কত টাকা ট্যাক্স দেই, সেটার হিসাব আপনারা জানেন। এখানে আমার আয়ের সঙ্গে ব্যয়ের অসঙ্গতি দেখলে, অনিয়ম থাকলে, আপনারা তুলে ধরুন। কোনো মন্ত্রী-এমপি অন্যায় করলে, তাদের আয়ের চেয়ে ব্যয় বেশি হলে বা ট্যাক্স ফাঁকি দিলে, সেটা আপনারা তুলে ধরতে পারেন।’

বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ মন্ত্রীদের সম্পদের হিসাব চেয়েছেন, এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মওদুদ সাহেব আগে নিজের হিসাবটা দিক। তার বাড়ি কেন চলে গেল? মৃত ব্যক্তির নামে ভুয়া কাগজ আদালতে জমা দিয়ে বাড়ির মালিকানা দাবি করেছেন, সেটা আদালতে নাকচ হয়ে গেছে, ওয়ান/ইলেভেনের সময় তিনি কতটি চেক ভাঙানোর জন্য ব্যাংকে জমা দিয়েছিলেন, সে তথ্যও আমরা জানি। দুর্নীতির অভিযোগেও তিনি সাজাপ্রাপ্ত।’

প্রশাসনের বিভিন্ন দুর্নীতির বিষয়ে তদন্ত করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রশাসনের অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে। যখন ব্যবস্থা নেওয়া হবে, তখন জানতে পারবেন। পরিবহন খাতে চাঁদাবাজির অভিযোগের বিষয়টিও তদন্ত করা হচ্ছে। অপরাধ করলেই তার শাস্তি হবে।’

এ সম্পর্কিত আরও খবর