‘দল-মত, আত্মীয়-পরিবার যারাই সম্পৃক্ত, ব্যবস্থা নেব’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 00:10:56

চলমান দুর্নীতি বিরোধী ও শুদ্ধি অভিযান প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আমরা অভিযান শুরু করেছি। এই অভিযান অব্যাহত থাকবে। এখানে দল-মত, আত্মীয়-পরিবার নেই; যারাই এর সঙ্গে সম্পৃক্ত হবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেব।

বুধবার (২ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বেসরকারি টিভি চ্যানেলসমূহের বাণিজ্যিক সম্প্রচারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অভিযানের দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখি, উইপোকা খেয়ে ফেলে। এখন এই উইপোকাগুলোকে ধরা আর সেগুলিকে বিনাশ করা, জনগণের কষ্টার্জিত পয়সা যেন সঠিকভাবে দেশের উন্নয়নে ব্যবহার হয় সেজন্য প্রচেষ্টা নিয়েছি।

আরও পড়ুন: মিথ্যা অপপ্রচার যেন না হয়, সতর্ক থাকবেন: প্রধানমন্ত্রী

তিনি বলেন, আমার বার্তা হচ্ছে- আমার কিন্তু হারানোর আর কিছু নেই। আমি বাবা-মা-ভাই সব হারিয়েছি। মানুষ একটা শোক সইতে পারে না আর আমরা দুই বোন একদিনে সবাইকে হারিয়েছি। সব শোক কষ্ট বুকে নিয়ে দেশে ফিরে আসা এবং দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে একটাই কর্তব্য মনে করেছি, সেটা হচ্ছে আমার বাবা এ দেশ স্বাধীন করে দিয়ে গেছে। দেশের শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছেন তিনি। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছেন। এখন সেই দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই হচ্ছে আমার একমাত্র কর্তব্য। কাজেই জীবনকে বাজি রেখেই আমি কাজ করে যাচ্ছি।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর সভাপতি অঞ্জন চৌধুরী প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর