স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে দুদকের অভিযান

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 21:54:48

স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে বিদেশে প্রশিক্ষণে মনোনয়ন দেওয়ায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে অভিযান চালিয়েছে দুদক।

বুধবার (২ অক্টোবর) সকাল থেকে অভিযান চালিয়েছে দুদকের একটি বিশেষ টিম। দুদকের টোল ফ্রি হটলাইন-১০৬ অভিযোগ কেন্দ্রে অভিযোগটি আসে।

অভিযোগে বলা হয়েছে- স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ হতে প্রশিক্ষণের বিষয়ে সঙ্গে সম্পৃক্ততা নেই এমন অনেক ব্যক্তিকে স্বজনপ্রীতি এবং অনিয়মের মাধ্যমে বিদেশে প্রশিক্ষণে মনোনয়ন দিয়ে রাষ্ট্রীয় অর্থের অপচয় করা হয়েছে।

এর প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শেখ গোলাম মাওলা ও উপসহকারী পরিচালক বিলকিস আক্তারের সমন্বয়ে গঠিত টিম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পরিবার পরিকল্পনা অধিদফতরে অভিযান পরিচালনা করে।

অভিযানে জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা পদমর্যাদার ২১ জনকে এপিএ, এনআইএস, ইনোভেশন প্রভৃতি বিষয়ের বিদেশে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়েছে। যাদের প্রশিক্ষণের বিষয়ের সঙ্গে কর্মধারার ন্যূনতম সম্পৃক্ততা নেই মর্মে দুদক টিমের নিকট প্রমাণ হয়।
এছাড়াও পরিবার পরিকল্পনা অধিদফতরের আইইএম ইউনিট, এমসিআরএএইচ ইউনিট এবং সিসিএসডিপি ইউনিট কর্তৃক প্রশিক্ষণার্থী মনোনয়নে প্রাপ্ত অনুরূপ অভিযোগের পরিপ্রেক্ষিতে টিম প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে। নথিপত্র বিশ্লেষণ পরবর্তী সিদ্ধান্ত চেয়ে কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হবে।

এ সম্পর্কিত আরও খবর