প্রধানমন্ত্রী স্বীকার করেছেন রংপুর এরশাদের ঘাঁটি: জিএম কাদের

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর | 2023-08-29 03:20:49

রংপুর জাতীয় পার্টির এবং এরশাদের ঘাঁটি এটি প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করে নিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের।

বুধবার (২ অক্টোবর) রাতে রংপুর-৩ আসনের উপ-নির্বাচন উপলক্ষে নগরীর বুড়িরহাট শিরিনপার্কে দলীয় নেতাদের এক সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের বলেন, ‘নির্বাচনের আগে এই আসন ছেড়ে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নিজেও স্বীকার করেছে নিয়েছেন রংপুরের মাটি এরশাদের ঘাঁটি। এরশাদপুত্র সাদকে তার দল সমর্থন দিয়েছে। তিনি (প্রধানমন্ত্রী) আমাদের পক্ষে আছেন।'

দেশের উন্নয়ন ধারাবাহিকতার প্রশংসা করে জি এম কাদের বলেন, ‘আজ সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতা ধরে রেখেছেন। আজ দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন পৌঁছে যাচ্ছে। মানুষের প্রত্যাশা পূরণে শুধু রংপুর বা উত্তরবঙ্গ নয় আগামীতে সারাদেশের মানুষের জন্য জাতীয় পার্টি কাজ করবে।’

সভায় বিশেষ অতিথির বক্তব্যে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘সবাই ভোট কেন্দ্রে যাবেন। লাঙ্গলে ভোট দিয়ে প্রমাণ করবেন জাতীয় পার্টি প্রার্থী মনোনীত করতে ভুল করেনি। যোগ্য উত্তরসূরি হিসেবে সাদ এরশাদ রংপুরের মানুষের পাশে থাকবে।’

মত বিনিময় সভায় কেন্দ্রীয় নেতারা ছাড়াও রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টিরসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর