নৌ-পথে বর্ধিত শুল্ক ও টোল প্রত্যাহারের দাবি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-23 02:53:00

যাত্রীসাধারণের মতামত ছাড়া হঠাৎ করে দেশের সকল নৌ-ঘাটে প্রবেশ ফি দ্বিগুণ করাসহ বিভিন্ন সেবার ক্ষেত্রে ইচ্ছেমত সার্ভিস সার্জ বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে নৌ-পথে বর্ধিত শুল্ক ও টোল প্রত্যাহারের দাবি জানিয়েছে এ সংগঠনটি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জনান।

তিনি বলেন, ‘সদরঘাটসহ সকল নৌ-বন্দর ও নৌ-ঘাটে টোল ও শুল্ক আদায়ের নামে নৈরাজ্য চলছে। এখানে আদায়কৃত টোল ও শুল্কের সিংহভাগ লুটপাটের অভিযোগ রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করে এভাবে টোল ও শুল্ক বৃদ্ধি সরকারের গণমুখী নীতির পরিপন্থী।’

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব আরও বলেন, ‘দেশের সকল নৌ-ঘাটে ডিজিটাল পদ্ধতিতে শুল্ক আদায় করা হলে এবং শুল্ক আদায়ের অনিয়ম-দুর্নীতি ও লুটপাট বন্ধ হলে কোনো প্রকার শুল্ক বা সার্ভিস সার্জ না বাড়িয়েও দ্বিগুণ শুল্ক আদায় করা সম্ভব। তাই অনতিবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

এ সম্পর্কিত আরও খবর