দুপুরেও ভোটার শূন্য ভোটকেন্দ্র, নেই পর্যবেক্ষক

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর | 2023-08-23 11:01:10

দুপুর গড়িয়ে বিকেল হলেও ভোটার উপস্থিতি বাড়েনি ভোটকেন্দ্রে। রংপুর মহানগরীর জাহেদা খাতুন গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত ভোট পড়েছে ২৩১টি। বেলা বাড়ার সাথে সাথে দু-একজন করে ভোটার আসে ভোটকেন্দ্রে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই কেন্দ্রে সোয়া ছয় ঘণ্টায় ৩ হাজার ১৯৩ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে মাত্র ৪৮৯টি।

একই চিত্র দেখা গেছে, পার্শ্ববর্তী ভোটকেন্দ্র দেওডোবা জামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিসমতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

এসব কেন্দ্রসহ রংপুর সদর ও মহানগরের অন্তত ৩৫টি কেন্দ্র ঘুরে ভোটারদের চোখে পড়ার মতো উপস্থিতি দেখা যায়নি।

এদিকে নির্বাচন চলাকালীন অধিকাংশ কেন্দ্রেই নির্বাচন পর্যবেক্ষককে দেখা যায়নি। নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সিরাজুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘ভোটার উপস্থিতি সন্তোষজনক নয়। এখানে ভোটারও নেই পর্যবেক্ষকও নেই। দুপুর ২টা পর্যন্ত কোন নির্বাচন পর্যবেক্ষক কেন্দ্রে আসেননি।’

নগরীর দেওডোবা ডাঙ্গিরপাড় এলাকার জাহেদা খাতুন গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা হুমায়ুন কবিরও একই কথা বলেছেন। তার কেন্দ্রে কোন পর্যবেক্ষক যায়নি।

এদিকে রংপুর সদর ও সিটি করপোরেশনের ২৫টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর-৩ আসনে সকাল নয়টা থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখানে ভোটার চার লাখ ৪১ হাজার ২২৪ জন।

উল্লেখ্য, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর দুইদিন পর গত ১৬ জুলাই রংপুর-৩ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

এ সম্পর্কিত আরও খবর