৬৭৫০ টন পেঁয়াজ ঢুকেছে বাংলাদেশে

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-23 21:21:13

ভারতের মহারাষ্ট্রের নাসিক থেকে ২২৫ ট্রাক পেঁয়াজ প্রবেশ করেছে বাংলাদেশে। ট্রাকগুলোতে ৬ হাজার ৭৫০ টন পেঁয়াজ রয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর হঠাৎ করেই বাংলাদেশে পেঁয়াজের রফতানি বন্ধের ঘোষণা দেয় ভারত সরকার। এরপর প্রথমবারের মতো গত শুক্রবার (অক্টোবর ৪) দেশটি থেকে পেঁয়াজের এই ট্রাকগুলো সীমান্ত অতিক্রমের অনুমতি পায়।

বাংলাদেশে যে পেঁয়াজ আমদানি হয়, সেটি মূলত আসে ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলা থেকে। এই জেলার প্রায় ২০০টি বাজার থেকে বাংলাদেশে পেঁয়াজ আসে। সেখান থেকে ২২৫টি পেঁয়াজের ট্রাক ভারত-বাংলাদেশ সীমান্তে আটকে ছিল। ৬ হাজার ৭৫০ টন পেঁয়াজবাহী ট্রাকগুলো গত শুক্রবার সীমান্ত অতিক্রম করেছে বলে টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন মহারাষ্ট্রের সংসদ সদস্য ভারতী পায়ার।

সম্প্রতি মহারাষ্ট্রে বন্যার কারণে ভারতে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পায়। আগাম সতর্কতা ছাড়াই হঠাৎ করে পেঁয়াজের রফতানি বন্ধ করে দেয় ভারত। বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও বেড়ে যায় পেঁয়াজের মূল্য।

বর্তমানে ভারত সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নরন্দ্রে মোদির সরকারকে বাণিজ্যে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর