কমছে পদ্মার পানি, ভাঙন ঝুঁকিতে টি-বাঁধ

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-09-01 02:51:12

রাজশাহীর পদ্মায় পানির প্রবাহ কিছুটা কমলেও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে টি-বাঁধ। বাঁধে সর্ব সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শনার্থীরা টি-বাঁধে ঢুকতে পারবে না। বাঁধে ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ফেলার কার্যক্রম অব্যাহত রেখেছে রাজশাহী পাউবো।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পদ্মার পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে সপ্তাহজুড়ে পানি বৃদ্ধির ফলে টি-বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্রোতের তোড়ে বাঁধটি দেবে গেছে। সেখানে মানুষের যাতায়াত এ মুহূর্তে নিরাপদ নয়।’

প্রকৌশলী সাহিদুল আলম আরও বলেন, ‘পদ্মায় পানি বৃদ্ধি এবং কাশফুলের সৌন্দর্য দেখতে প্রতিদিন কয়েক হাজার মানুষ টি-বাঁধ ও এর আশেপাশে ভিড় করে। তারা যদি যত্রতত্রভাবে টি-বাঁধে যাতায়াত করে, তাতে আরও অনিরাপদ হয়ে উঠতে পারে বাঁধটি । আর টি-বাঁধ ক্ষতিগ্রস্ত হলে রাজশাহীর মূল শহররক্ষা বাঁধ হুমকিতে পড়বে। সেজন্য বাঁধে সব ধরনের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পানি কমতে থাকায় মানুষের মধ্যে একদিকে যেমন স্বস্তি দেখা দিয়েছে অন্যদিকে ভাঙন আতঙ্কে রয়েছে মানুষ। কারণ পানি নেমে যাওয়ার সময় নদীর পাড়ে সবসময় ভাঙন দেখা যায়।’

এদিকে, টানা ১৫ দিন অব্যাহত পানি বৃদ্ধির পর শুক্রবার থেকে পদ্মার রাজশাহীর পয়েন্টে পানি কমতে শুরু করেছে। শনিবার বিকেল ৩টায় রাজশাহী পয়েন্টে পানির প্রবাহ ছিল ১৮ দশমিক ১৪ মিটার। এর আগে শুক্রবার (৪ অক্টোবর) ভোর ৬টায় প্রবাহ ছিল ১৮ দশমিক ১৯ মিটার। ফলে গত ২৪ ঘণ্টায় পানির প্রবাহ কমেছে ৫ সেন্টিমিটার।

অপরদিকে, রাজশাহীর বাঘা, চারঘাট, গোদাগাড়ী, পবা উপজেলার চরাঞ্চলের পানিবন্দি মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আর বানের কবলে পড়া অসহায় মানুষের মাঝে সরকারি, বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রমও অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর