দুর্গাপূজায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: আইজিপি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 17:21:54

হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করতে পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে একথা বলেন তিনি।

আইজিপি বলেন, সারাদেশে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজার শেষ দিন পর্যন্ত এ নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে। আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা। প্রতি বছর আমাদের দেশে মণ্ডপের সংখ্যা বাড়ছে। এর মধ্যে দিয়েই অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র ফুটে উঠছে।

এসময় সাংবাদিকদের করা এক প্রশ্নের জবারে আইজিপি বলেন, শীর্ষ সন্ত্রাসী জিসানকে দ্রুত দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে। দুবাইয়ের সঙ্গে বাংলাদেশের বন্দী বিনিময় চুক্তি না থাকলেও কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় তাকে দেশে আনা হবে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর