দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে অনশন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 00:24:44

দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত সকল রাঘব-বোয়ালদের বিচারের দাবিতে অনশন করেছে 'দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে বাংলাদেশ' নামে একটি সংগঠন।

রবিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে এ অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে বাংলাদেশের আহ্বায়ক আরমান হোসেন পলাশ বলেন, লুটেরাদের দুর্নীতি দমন আইনের আওতায় এনে বিচার এবং সরকারি কর্মচারীদের গ্রেফতারের পূর্বানুমতির আইন বাতিল করতে হবে। পাশাপাশি চলমান দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান অব্যাহত রেখে দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে।

রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা যদি দুর্নীতিবাজ হয় এবং তাদের যদি জবাবদিহিতা করতে না হয় তবে দুর্নীতির মহাপ্লাবন ঠেকানো অসম্ভব। তাই দেশ থেকে দুর্নীতি লুটপাট বন্ধ করতে সরকারের কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর