গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৭ ডেঙ্গু রোগী শনাক্ত

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চট্টগ্রাম | 2023-08-27 06:07:39

গত ২৪ ঘণ্টায় (৫ অক্টোবর সকাল ৮টা থেকে ৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) চট্টগ্রামে ২৭ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন, অন্যান্য সরকারি হাসপাতালে ৪ জন ও বেসরকারি হাসপাতালে ৫ জন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে চট্টগ্রামে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৭৪ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ৫৩ জন।

এদিকে গতকাল শনিবার রাতে নগরীর বেসরকারি ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমি বৈদ্য নামে ১৯ বছর বয়সী এক তরুণী মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট ৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত মোট ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা এক হাজার ১৬৮ জন। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ৫০৩ জন।

গত ১ জানুয়ারি থেকে ৬ অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৫ হাজার ৮২৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৭৪৮ জন রোগী।

এ সম্পর্কিত আরও খবর