সিলেটে ডায়রিয়ায় আক্রান্ত শতাধিক মাদরাসা ছাত্র

সিলেট, জাতীয়

ডিষ্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিলেট | 2023-08-27 23:59:33

সিলেট জামেয়া ক্বাসিমূল উলুম দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাদরাসার শতাধিক শিক্ষার্থী হঠাৎ করেই ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। অসুস্থ শিক্ষার্থীদের সিলেট সদরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদরাসা সূত্রে জানা যায়, শুক্রবার (৪ অক্টোবর) থেকে মাদরাসার শিক্ষার্থীরা ডায়রিয়ায় আক্রান্ত হতে শুরু করেন। আক্রান্তদের কয়েকজন শুক্রবার মাদরাসা ছেড়ে বাড়িতে চলে যান।

শনিবার (৫ অক্টোবর) থেকে মাদরাসার বাকি ছাত্ররাও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েন। পরে তাদের সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

সিলেট জামেয়া ক্বাসিমূল উলুম দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাদরাসার শিক্ষক ক্বারি ফারক আহমদ জানান, হঠাৎ করেই মাদরাসার ছাত্ররা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গেছে। ডাক্তার জানান, পানির কারণে তাদের এ ধরনের সমস্যা হয়েছে। তিনি জানান, আগামী সপ্তাহ দরগাহে মাদ্রাসার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। এর ফলে শিক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দেবে সে ব্যাপার আমরা চিন্তিত।

এ সম্পর্কিত আরও খবর