হাসিনা-সোনিয়া সৌজন্য সাক্ষাৎ

বিবিধ, জাতীয়

শাহজাহান মোল্লা, সিনিয়র করেসপন্ডেন্ট, নয়াদিল্লি থেকে | 2023-09-01 02:23:54

ভারতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী।

রোববার (০৬ অক্টোবর) দুপুরে নয়াদিল্লির হোটেল তাজমহলে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে সোনিয়া গান্ধীর সঙ্গে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিং এবং মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী।

সাক্ষাৎকার শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।


সাক্ষাৎকালে বিভিন্ন ইস্যুতে আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সোনিয়া গান্ধী তাদের পুরনো দিনের স্মৃতিচারণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারত সরকার ও দেশটির জনগণের অবদানের কথা স্মরণ করেন। রাজনীতিতে আসায় সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তাকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান বাংলাদেশের সরকারপ্রধান।

আরও পড়ুন: শেখ হাসিনাকে কাছে পেয়ে উষ্ণ আলিঙ্গন প্রিয়াঙ্কার

সাক্ষাতের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) মুহা. ফারুক খান, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, সাবেক বাণিজ্যমন্ত্রী ভারতের রাজ্যসভার সদস্য আনন্দ শর্মা প্রমুখ।

ভারতে সফর শেষে রোববার (৬ অক্টোবর) রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের স্থানীয় সময় রাত ৮টায় তিনি দিল্লি বিমানবন্দর ত্যাগ করবেন।

এ সম্পর্কিত আরও খবর