দেশে পূজা মণ্ডপ তিন গুণ বৃদ্ধি পেয়েছে: তথ্যমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 04:15:21

আওয়ামী লীগের মুখপাত্র ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ২০০৮ সালে দেশে পূজা মণ্ডপ ছিল প্রায় ১১ হাজার, এখন সেটা ৩১ হাজারেরও বেশি। এই তিন গুণ মণ্ডপ বৃদ্ধির কারণ হলো নিজ ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা, অর্থনৈতিক সামর্থ্য বৃদ্ধি ও নিরাপত্তাবোধের স্বস্তি।

রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কলাবাগান পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতে অর্জিত আমাদের লাল-সবুজের পতাকা অসাম্প্রদায়িকতার অনন্য প্রতীক। আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি, তারপর আমরা কে কোন ধর্মের। সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থার শিকল ভেঙে আমরা প্রতিষ্ঠা করেছি অসাম্প্রদায়িক বাংলাদেশ। তাই এ দেশ আমাদের সবার।

মন্ত্রী বলেন, ধর্মীয় উৎসব এখন আর শুধু সেই ধর্মের মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রবারণা পূর্ণিমায় ফানুস ওড়ানোর আনন্দ আজ সার্বজনীন।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ধানমন্ডি পূজা কমিটির সভাপতি অমর কৃষ্ণ পোদ্দার, সাধারণ সম্পাদক অশোক কুমার বসু, সহ-সভাপতি অধ্যাপক বি কে সাহা প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর