চট্টগ্রামে এক নাগরিক সমাবেশে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে মহানগরীর হামজারবাগ কলোনির ঐতিহ্যবাহী অনির্বাণ ক্লাব মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত এক ওরিয়েন্টেশন সভায় বক্তারা বাংলাদেশে বিরাজমান দ্রব্যমূল্য বৃদ্ধি, ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে নাগরিক ও সামাজিক প্রতিরোধ গড়ার প্রত্যয় ঘোষণা করেন।
তারা বলেন, 'সচেতন না হলে মূল্যবৃদ্ধির দৌরাত্ম্য ও ভেজালের মচ্ছব থেকে বেঁচে থাকা সম্ভব নয়। নিজের জীবন ও স্বাস্থ্য রক্ষার্থে প্রতিটি ভোক্তাকে সতর্ক ও সচেতন হতেই হবে।'
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বার্তাটোয়েন্টিফোর.কমের কন্ট্রিবিউটিং এডিটর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহফুজ পারভেজ।
সমাজসেবক এবিএম হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এস এম নাজির হোসেন, সেলিম জাহাঙ্গীর, আক্তার হোসেন স্বপন, ইসমাঈল ফারুকি প্রমুখ।