মানবিক কারণে ভারতকে পানি দেওয়া হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিলেট | 2023-08-27 17:27:06

মানবিক কারণে ভারতকে ফেনী নদীর পানি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি বলেছেন, 'দক্ষিণ ত্রিপুরার ওই অঞ্চলটাতে বিশুদ্ধ পানি নেই। আর সে কারণেই বাংলাদেশ পানি দিয়েছে। মানবিক কারণে ফেনী নদীর পানি দেওয়া হচ্ছে। মানবিক ইস্যুর সঙ্গে অন্য ইস্যু মেলানো ঠিক না।'

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নির্মাণাধীন আউটার স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমরা বিদেশ থেকে গ্যাস এনে এটাকে সিলিন্ডারাইজেসন করে ভারতকে দেব। এতে আমাদের মার্কেট বড় হবে। আমাদের দেশের উন্নতি হবে। আমাদের লাভ হলো- আমরা রি-এক্সপোর্ট করতেছি। অনেকের ধারণা, আমরা আমাদের গ্যাস দিয়ে দিচ্ছি, নো ওয়ে। আমরা এটা রি-এক্সপোর্ট করব, এটা দুনিয়ার সব দেশেই হয়।'

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

এ সম্পর্কিত আরও খবর