বিশ্ব মেয়র সম্মেলনে যোগ দিতে ডেনমার্ক গেলেন মেয়র খোকন

বিবিধ, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 00:11:44

সি-ফরটি বিশ্ব মেয়র সম্মেলনে যোগ দিতে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটসের একটি ফ্লাইটযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মেয়র সাঈদ খোকন কোপেনহেগেনের উদ্দেশে রওনা দেন। সি-ফরটি বিশ্বের ৯৪টি মেগাসিটির মেয়রদের একটি সংগঠন।

মেয়র সাঈদ খোকন সি-ফরটির ১৭ সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটির সাউথ এবং ওয়েস্ট এশীয় অঞ্চলের ভাইস চেয়ার।

মূলত, সদস্যভুক্ত ৯৪টি মেগা সিটির জলবায়ু পরিবর্তন মোকাবিলার লক্ষে বিভিন্ন অ্যাকশন গ্রহণ এবং বাস্তবায়ন করে থাকে সি-ফরটি সংগঠনটি। এর সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ঢাকা, দুবাই, প্যারিস, টোকিও, লন্ডন, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, আক্রা, মস্কো ইত্যাদি।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এ সম্মেলনটি চলতি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্মেলনে বিভিন্ন শহর থেকে যোগ দেওয়া মেয়ররা তাদের নিজ-নিজ শহরে নাগরিকদের জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যেসব ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছেন তা তুলে ধরবেন।

সম্মেলনে বিভিন্ন শহরের মেয়র ছাড়াও ব্যবসায়ী নেতা, পৃষ্ঠপোষক, স্বেচ্ছাসেবী, বিজ্ঞানী ও জলবায়ু কর্মীসহ আরও গুরুত্বপূর্ণ অনেকেই অংশগ্রহণ করবেন।

এ সম্পর্কিত আরও খবর