আজও সারাদেশে আবরার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

বিবিধ, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 08:56:43

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও সারাদেশে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (৯ অক্টোবর) দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান।

নেত্রকোনা

আবরারকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল ও সমাবেশ

বুধবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনার সর্বস্তরের ছাত্রসমাজের ব্যানারে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা।

ঠাকুরগাঁও

আবরার হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বুধবার দুপুর ১২টায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রগতিশীল ছাত্র জোট ঠাকুরগাঁও জেলা শাখা।

 আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল ও সমাবেশ

সাভার

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে সাভারে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

 আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল ও সমাবেশ

দিনাজপুর

নাগরিক সমাজ দিনাজপুরের ব্যানারে আবরার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল ও সমাবেশ

টাঙ্গাইল

বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।

আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল ও সমাবেশ

বুধবার (৯ অক্টোবর) সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

লক্ষ্মীপুর

বুয়েট ছাত্র আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে জেলা ছাত্রদলের উদ্যোগে মিছিলটি বের করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল ও সমাবেশ

জয়পুরহাট

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জয়পুরহাটের প্রগতিশীল ছাত্র সমাজ। দুপুরে বিক্ষোভ মিছিলটি চিনিকল সড়ক থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল ও সমাবেশ

গাইবান্ধা

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকারীদের ফাঁসির দাবিতে গাইবান্ধার দারিয়াপুরে আন্দোলনে মাঠে নেমেছেন স্থানীয় শিক্ষার্থীরা। এ সময় তারা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে।

আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল ও সমাবেশ

পঞ্চগড়

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পঞ্চগড় জেলা শাখা বিক্ষোভ মিছিল করেছে।

খুলনা

খুলনায় বৃষ্টি উপেক্ষা করে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচার চেয়ে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
 
 
বুধবার দুপুরে খুলনার বিএল কলেজ গেটে এ মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে মাননবন্ধনে সভাপতিত্ব করেন আব্দুল্লাহ নোমান।
 
রাঙামাটি
 
আবরার ফাহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটি শহরে বিক্ষোভ করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 
আবরার হত্যাকাণ্ডে সারাদেশে বিক্ষোভ ও সমাবেশ 
 
জামালপুর

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বগুড়া

বুয়েট ছাত্র আবরার হত্যার প্রতিবাদে বগুড়ায় পুলিশের কাঁটাতারের বেষ্টনীর মধ্যে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।

আবরার হত্যাকাণ্ডে সারাদেশে বিক্ষোভ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে বগুড়া শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপি অফিসের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

নীলফামারী

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নীলফামারী জেলা ছাত্রদল।

আরও পড়ুন:

কুষ্টিয়ায় আবরারের বাড়িতে যাচ্ছেন বুয়েট ভিসি

আবরার হত্যার ঘটনায় ৬ জন আটক

আবরারকে পেটানোর কক্ষে চাপাতি ও স্ট্যাম্প

আবরারের মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য ২ ছাত্রলীগ নেতা আটক

আবরারের শেষ ফেসবুক স্ট্যাটাস!

আঘাতেই আবরারের মৃত্যু

গ্রেফতার ৩ আসামির রিমান্ড চাইবে ডিবি

এ সম্পর্কিত আরও খবর