পরিমাপে কারচুপির দায়ে মতিঝিলের ৩ ফিলিং স্টেশনকে জরিমানা

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 04:32:08

পরিমাপে কারচুপির অপরাধে মতিঝিল এলাকার তিনটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে মামলা দায়ের ও দেড় লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

প্রতিষ্ঠানগুলো হলো-মতিঝিলের মেসার্স পূবালী ফিলিং স্টেশন, মেসার্স রহমান ফিলিং অ্যান্ড সার্ভিস স্টেশন এবং মেসার্স এ হাই অ্যান্ড কোং পেট্রোল পাম্প।

বুধবার (০৯ অক্টোবর) বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় বিএসটিআইর সহকারী পরিচালক (প্রকৌশল) রেজাউল করিম ও পরিদর্শক মো. রাকিবুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর