পানি ব্যবহারে মিতব্যয়ী হোন: প্রধানমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 11:09:55

পানি ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিমিত পানি ব্যবহারের মধ্য দিয়ে শুধু পানি রক্ষাই হবে না এতে করে পানির বিলও কম আসবে জানিয়ে নাগরিক সেবা-সুবিধা বৃদ্ধির জন্য ঢাকা ওয়াসাকে আরও তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন সরকারপ্রধান।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে পদ্মা পানি শোধনাগার (ফেজ-১) প্রকল্প, সাভার উপজেলার তেঁতুলঝরা-ভাকুর্তা এলাকায় ওয়েলফিল্ড নির্মাণ (১ম পর্ব ) প্রকল্পের উদ্বোধন এবং ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের অধীনে রূপগঞ্জের গন্ধর্বপুরে পানি শোধনাগার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পানি ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে। পানির অপচয় যাতে না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। পানির অপচয় না করে পানি রক্ষা করে কীভাবে ব্যবহার করা যায় সে ব্যাপারে সবাইকে আরও বেশি যত্নবান হওয়ার জন্য আমি আহ্বান জানাই। আপনারা পানি ব্যবহারে মিতব্যয়ী হোন।

পরিমিত পানির ব্যবহারের মাধ্যমে পানির বিলও কমে আসবে জানিয়ে সরকারপ্রধান বলেন, আমাদের একটা অভ্যাস আছে যে পানির কল ছেড়ে রেখেই আমরা আমাদের সব ধরনের কাজ করে দিই। এটা না করে ঠিক যতুটুকু দরকার সেটুকু ব্যবহারের কথা মাথায় রেখেই পানি ব্যবহারে যত্নবান হতে হবে। তাতে সবার পানির বিলটাও কম উঠবে।

পানিসম্পদ নিয়ে সরকারগৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, পানিসম্পদের সমন্বিত ব্যবস্থাপনার জন্য আমরা ১০০ বছর মেয়াদী বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ প্রণয়ন করেছি। তা বাস্তবায়ন শুরু করেছি। এটি বাস্তবায়ন করার জন্য নেদারল্যাণ্ডসের সরকারের সঙ্গে চুক্তিও করেছি।

শেখ হাসিনা বলেন, নদীমাতৃক বাংলাদেশ একটি বদ্বীপ। এই বাংলাদেশ জলবায়ু পরিবর্তন থেকে রক্ষা পায়, বাংলাদেশ যেন এগিয়ে যায় বাংলাদেশের নাগরিক যেন সবসময় চিরদিন সবধরনের সুবিধা পায়, তাদের জীবন যেন নিরাপদ হয়- সে লক্ষ্য নিয়েই আমরা ডেল্টা প্ল্যান বাস্তাবায়ন শুরু করেছি।

ঢাকা ওয়াসাকে সেবামূলক বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেব উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সবার কাছে আমার আহ্বান থাকবে ঢাকা ওয়াসাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। নাগরিক সেবা-সুবিধা প্রসারে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এবং দক্ষ ব্যবস্থাপনা গড়ে তুলতে ওয়াসাকে আরও উদ্যোগী হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।

নাগরিক জীবনে সুপেয় পানির গুরুত্ব অপরিসীম মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, পানির অপর নাম জীবন। পানির চাহিদা মেটানো যেকোন সরকারের একটা মৌলিক দায়িত্ব। ভূগর্ভস্থ পানি উত্তেলনের ফলে নানা সমস্যা দেখা দিচ্ছে। যে কারণে এখন যেন ভূউপরিস্থ পানি ব্যবহার হয় তার পদক্ষেপ নিয়েছি। সেই সাথে বৃষ্টির পানি সংরক্ষণেরও আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা একটা পরিবেশ বান্ধব পানি ব্যবস্থাপনার চাচ্ছি।

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর