জামিনে মুক্ত জঙ্গি নাবিলা পুলিশের নজরদারিতে!

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 21:57:33

ঢাকা: রাজধানীর পান্থপথের ওলিও ইন্টারন্যাশনালে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতারের ২ মাস পার হতেই জামিনে মুক্তি পেয়েছেন নব্য জেএমবির সিস্টার উইংয়ের সাবেক প্রধান নারী জঙ্গি হুমায়ারা ওরফে নাবিলা। 
 
বৃহস্পতিবার (১৪ জুন) জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে, জামিনে দ্রুত মুক্তি পাওয়া নারী জঙ্গি সর্ম্পকে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, ‘জামিনের বিষয়টি আদালতের। আমরা আদালতের বিষয়ে কোনো মন্তব্য করতে বলতে পারিনা। তবে জামিনে মুক্ত হওয়া ওই নারী জঙ্গির ওপর পুলিশি নজরদারি অব্যাহত থাকবে।’
 
জঙ্গিবাদের ভয়াবহতার বিষয়ে তিনি বলেন, ‘জঙ্গিবাদ শুধু বাংলাদেশের সমস্যা বিষয়টি এমন না। এটি বৈশ্বিক সমস্যা, ইচ্ছে করলেই রাতারাতি এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব না। তবে আমরা তাদের সব আস্থানা ধ্বংস করতে সক্ষম হয়েছি।’ 
 
প্রসঙ্গত,  নাবিলা নব্য জেএমবির সিস্টার উইংয়ের সাবেক প্রধান নারী জঙ্গি। যাকে সংগঠনে ‘ব্যাট উইমেন’ বলে ডাকা হতো। তিনি নব্য জেএমবির আরেক শীর্ষ জঙ্গি তানভির ইয়াসিন করিমের স্ত্রী। বুধবার (১৩ জুন) রাতে কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর