মাথাব্যথা হলে মাথা কেটে ফেলা সমাধান নয়: কাদের

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-24 23:53:17

সরকার ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, 'সরকার দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয়। মাথাব্যথা হলে মাথা কেটে ফেলতে হবে, এটা কোনো সমাধান নয়।'

রোববার (১৩ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, 'ছাত্র রাজনীতির কোনো দোষ নেই। ছাত্র রাজনীতির নামে যারা অপকর্ম করবে তাদের আইনের আওতায় আনা হবে।'

চলমান দুর্নীতি বিরোধী অভিযান সম্পর্কে তিনি বলেন, 'যুবলীগে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তারা সবাই নজরদারিতে আছে। যুবলীগ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ আছে কিনা, সেটা পরে জানতে পারবেন।'

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন প্রমুখ।

পরে ওবায়দুল কাদের রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

এ সম্পর্কিত আরও খবর