নড়াইলে ঈদের নামাজ আদায় করবেন মাশরাফি

, জাতীয়

নড়াইল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 06:01:43

নড়াইল: বাংলাদেশ ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নড়াইল কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে শনিবার সকাল ৮টায় পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করবেন। 
 
বৃহস্পতিবার (১৪ জুন) রাতে মা-বাবাসহ পরিবারের সাথে ঈদ উদযাপন করতে জন্মস্থান নড়াইলে এসেছেন মাশরাফি।
 
মাশরাফির বন্ধু সুমন বিশ্বাস জানান, নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আগামীকাল শনিবার পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করবেন মাশরাফি। ইতোমধ্যে মাশরাফি নড়াইলে এসে পৌঁছেছেন।
 
এছাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতারা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন।
 
আবাহাওয়া খারাপ হলে বিকল্প ব্যবস্থা হিসাবে কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
 
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ৮টায় পুলিশ লাইন ঈদগাহ ও  বরাশুলা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া ৮টা ১৫ মিনিটে সদর থানা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
 
সকাল ৮টা ৩০ মিনিটে জমিদার বাড়ি ঈদগাহ ময়দান, পুরাতন বাসটার্মিনাল জামে মসজিদ, আনসার অফিস ঈদগাহ ময়দান, রুপগঞ্জ পুলিশ ফাঁড়ি জামে সমজিদ, আলাদাৎপুর জামে মসজিদ, নড়াইল মহিলা মাদরাসা, কুড়িগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদ, জেলা কারাগার সংলগ্ন ঈদগাহ ময়দান ও আবু হুরায়রা(রাঃ) জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
 
সকাল ৯ টায় রুপগঞ্জ জামে মসজিদ, ভওয়াখালী ঈদগাহ, ভওয়াখালী উত্তরপাড়া ঈদগাহ, মছিমদিয়া ঈদগাহ ময়দান এবং বিজয়পুর ঈদগাহ ময়দানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।
 
সকাল ১০টায় ভাদুলীডাঙ্গা জামাল সাহেবের চাউলের চাতাল ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর