হাজারীবাগে বিক্রির জন্য আনা হয়েছিল এই ফেনসিডিল গুলো

ঢাকা, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, আশুলিয়া | 2023-08-28 17:00:31

সাভারের আশুলিয়ায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১।

রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১ সিপিসি-২ এর পুলিশ পরিদর্শক মুহাম্মদ নাজিম উদ্দিন খান।

এর আগে রোববার ভোর ৬টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার খাদিজা মার্কেটের সামনে থেকে তাদের আটক করে সিপিসি-২ উত্তরা শাখার র‌্যাব সদস্যরা।

আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নামাটোলা গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে হারুনুর রশিদ ওরফে হানিফ উদ্দিন হানিফ (৪০) ও নাটোর সদর থানার ইসলাবাড়ী খামার এলাকার মৃত আব্দুল জলিল খন্দকারের ছেলে পিকআপ চালক মোতালেব হোসেন (৩৫)।

র‌্যাব-১ সিপিসি-২ এর পরিদর্শক মুহাম্মদ নাজিম উদ্দিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপসহ ২ জনকে আটক করা হয়। পরে পিকআপে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো ৫৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তারা রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন-১৯-১১৪১) যোগে ফেনসিডিল ক্রয় করে রাজধানীর হাজারীবাগ এলাকায় বিক্রির উদ্দেশে আনছিল।

এ সম্পর্কিত আরও খবর