আবরার হত্যা : ক্ষতিপূরণ রিটের শুনানি মঙ্গলবার

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 15:25:59

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে করা রিটের শুনানি হবে মঙ্গলবার (১৫ অক্টোবর)। শুনানির জন্য উপস্থাপন করা হলে আদালত এ দিন ধার্য করেন।  

সোমবার (১৪ অক্টোবর) রিট আবেদনটি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে উপস্থাপন করা হলে এ আদেশ দেওয়া হয়।

রিটে বিচার বিভাগীয় তদন্ত (জুডিশিয়াল ইনকয়ারি) এবং আবরারের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও নির্দেশনা চাওয়া হয়েছে।

আদালতে রিট আবেদন উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী একেএম ফয়েজ।

রোববার (১৩ অক্টোবর) জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী শাহীন বাবু।

গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্মম মারধরে মারা যান তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭ ব্যাচ) ছাত্র আবরার ফাহাদ। নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

 

এ সম্পর্কিত আরও খবর