গণভবনে আবরারের বাবা-মা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 12:33:32

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা-মা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে তারা গণভবনে প্রবেশ করেছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে।

এ সময় আবরারের বাবা বরকতউল্লাহ ও মা রোকেয়া খাতুনের সঙ্গে তার ছোট ভাই আবরার ফায়াজও সঙ্গে ছিলেন।

গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করেন বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ৫ অক্টোবর নিজের ফেসবুক আইডি থেকে করা এক পোস্টের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন আবরারের সহপাঠিরা।

এ ঘটনায় আবরারের বাবা বরকতউল্লাহ ১৯ জনকে আসামি করে ঘটনার পরদিন রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ১৯ আসামিকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী।

আবরার হত্যাকাণ্ডে অভিযুক্ত বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এজাহারভুক্ত আসামিদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকেও সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর