রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) জিরো সয়েল প্রকল্পে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে জনতা ব্যাংক লিমিটেড।
সোমবার (১৪ অক্টোবর) বিকেলে নগর ভবনের মিনি কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হাতে জনতা ব্যাংকের পক্ষে চেক তুলে দেন ব্যাংকটির রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আখতারুজ্জামান। সেখানে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক তাপস কুমার মজুমদার ও রাসিকের কাউন্সিলরবৃন্দ।
এ সময় সিটি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগ ও সকলের সহযোগিতায় বায়ু দূষণ কমানোয় বিশ্বের সেরা হয়েছিল রাজশাহী। নগরীকে আরও সবুজায়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে কাজ করছে সিটি করপোরেশন। এ লক্ষ্যে জিরো সয়েল প্রকল্প হাতে নেয়া হয়েছে। সেখানে জনতা ব্যাংক আর্থিক অনুদান দেয়ায় রাসিকের পক্ষ থেকে আমি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’
মেয়র আরও বলেন, ‘রাজশাহীতে সেভাবে শিল্পায়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেনি। এজন্য এখানকার অর্থনৈতিক প্রবাহ কম। বিপুল সংখ্যক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে শিল্পায়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানোর চেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী বিসিক-২ অনুমোদন দিয়েছে। বিসিক-২ এর জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। এখন মাটি ভরাটের কাজ শুরু হবে। বিসিক-২ এ প্রকৃত উদ্যোক্তাদের প্লট বরাদ্দ প্রদান করা হবে।’