বিতর্কিতরা সিটি নির্বাচনে মনোনয়ন পাবেন না: কাদের

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 04:45:54

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিতর্কিতরা আগামী সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন পাবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে আলাপকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুর্নীতিবাজ ওয়ার্ড কাউন্সিলদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘একজন ওয়ার্ড কাউন্সিলর এরই মধ্যে গ্রেফতার হয়েছেন। আরেকজনের বিরুদ্ধে অপরাধের অভিযোগ এসেছে। কাউকেই ছাড় দেওয়া হবে না। আগামী সিটি নির্বাচনে দুর্নীতিবাজরা মনোনয়ন পাবেন না।’

দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে জানিয়ে তিনি বলেন, ‘অভিযান ততক্ষণে থামবে না যতক্ষন না আমরা অপরাধ নিয়ন্ত্রণ করতে পারব, টার্গেট এচিভ করতে পারব। মাদক, সন্ত্রাস, ক্যাসিনো, টেন্ডারবাজির বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে অভিযান শুরু করেছেন তা অপরাধ দমনের আগে শেষ হবে না। দলের জাতীয় কাউন্সিলকে সামনে রেখে আমাদের টার্গেট, বিতর্কিতদের বাদ দিয়ে কমিটি করা। তৃণমূলের সারাদেশে সম্মেলন হচ্ছে, প্রধানমন্ত্রী বলেছেন কোনো বিতর্কিত ব্যক্তি যাতে নেতৃত্বে না আসতে পারেন।

আপরাধীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অপরাধীদের মাথার ওপরের ছাতাও খোঁজা হচ্ছে। যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে, দুর্নীতি দমন কমিশন তদন্ত করে ব্যবস্থা নেবে।’

সিঙ্গাপুরে মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ বিষয়ে তিনি বলেন, ‘ফখরুল সাহেবের সঙ্গে দেখা হলে ভালো হতো, কিন্তু হয়নি। আমি যেদিন সিঙ্গাপুরে গিয়েছি, আগের দিন ফখরুল সাহেব চলে এসেছেন। তাই দেখা হয়নি।’

 

এ সম্পর্কিত আরও খবর