সি‌লে‌ট ও মৌলবীবাজা‌রে জ‌লে ভাসা ঈদ

, জাতীয়

সি‌নিয়র ক‌রেসপ‌ন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-27 03:48:36

ঢাকা: নদীর ঢেউ পিচডালা সড়ক ভা‌সি‌য়ে নি‌য়ে‌ছে। ঘ‌রে উঠেছে পা‌নি। পথঘাট ডু‌বে আছে। ঈদের দি‌নের এমন চিত্র দে‌শের উত্তর-পূর্বাঞ্চলের। সি‌লেট ও মৌলবীবাজারের ৫টি উপ‌জেলায় আক‌স্মিক বন্যা প‌রি‌স্থিতর ম‌ধ্যে দুর্ভোগ পড়েছে মানুষ। ফলে ঈদ উদযাপ‌ন ভাটা প‌ড়েছে এসব পরিবারে।

‌দে‌শের সর্ব উত্তরপূ‌র্বের উপ‌জেলা জ‌কিগঞ্জে বন্যা প‌রি‌স্থি‌তি ভয়াবহ রূপ নি‌য়ে‌ছে। এ উপ‌জেলার শতা‌ধিক প্রাইমা‌রি মাধ্য‌মিক ও উচ্চমাধ্য‌মিক স্কুলসহ ক‌য়েক‌টি ক‌লে‌জে পা‌নি প্লা‌বিত হ‌য়ে‌ছে।

স্বেচ্ছা‌সেবী সংগঠন ইয়ুথ অব জ‌কিগঞ্জ এর প্রধান নির্বাহী ম‌শিউর রহমান চৌধুরী জানান, অতী‌তে বড় বন্যা হ‌য়ে‌ছি‌লো ২০০৪ সা‌লে। আর এরপর এমন অবস্থা দেখা যায়নি।

এবা‌রের ফস‌লের ক্ষয়ক্ষতি কম হ‌লেও বিশুদ্ধ পানীয় জ‌লের অভাব প্রকট দেখা দিয়েছে। ঈদে দিন পা‌নি বাড়‌লে হাজার হাজার পা‌নিব‌ন্দি মানুষ‌কে উদ্ধার ক‌রে নি‌য়ে আসার সরকা‌রি ব্যবস্থা নেওয়া জরুরি।

অন্তত ১০ টি স্থা‌নে কু‌শিয়ারা নদীর ডাইক ভে‌ঙ্গে বন্যা ভয়াবহ রুপ নি‌য়ে‌ছে - যোগ ক‌রেন ম‌শিউর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) বিজন কুমার সিংহ জানান, ভার‌তের বরাক থে‌কে আসা ঢালে প্লা‌বিত অঞ্চ‌লের সংখ্যা বাড়‌ছে। প্র‌য়োজনীয় ত্রাণ সহ‌যো‌গিতার বিষয়‌টি জেলা প্রশাসন‌কে জানা‌নো হ‌য়ে‌ছে।

এদি‌কে ম্যেলভীবাজা‌রে মনু নদীর বাঁধ ভে‌ঙ্গে ১৮টি গ্রা‌মের বাড়িঘর পা‌নি‌তে ডু‌বে গে‌ছে ব‌লে স্থানীয় জনপ্র‌তি‌নি‌ধিরা জা‌নি‌য়েছেন।

‌সি‌লেট জেলা প্রশাস‌নের প্রশাসক নু‌মে‌রি জামান জা‌নি‌য়ে‌ছেন, ত্রা‌ন সহ‌যো‌গিতা দেওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা তারা নি‌চ্ছেন।

এ সম্পর্কিত আরও খবর