অপহরণের দুইদিন পর ভিকটিম উদ্ধার, গ্রেফতার ৩

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 01:38:06

গাজীপুর জেলার কালিয়াকৈর থেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয় রাকিব মোল্লা নামের এক যুবককে। অপহরণের দুইদিন পর রাজধানীর কলাবাগানের বক্স কালভার্ট রোড এলাকা হতে ভিকটিমকে উদ্ধার করে র‍্যাব।

এ ঘটনায় সংঘবদ্ধ অপহরণকারী চক্রের তিন সদস্যকেও গ্রেফতার করেছে সংস্থাটি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বার্তাটোয়েন্টিফোর.কম-কে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল।

আটককৃতরা হলেন- রুবেল শিকদার (২৮), জাহিদ হাসান (২৮), আনোয়ার হোসেন আনু (৩০)।

র‍্যাব জানায়, দুইদিন আগে অপহরণ হওয়া রাকিব মোল্লাকে (৩০) রাজধানীর কলাবাগানের বক্স কালভার্ট রোড এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

সাজেদুল ইসলাম সজল জানান, গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গতিরোধ করে পূর্বপরিকল্পিতভাবে অপহরণ করা হয় রাকিবকে। দুই দিন আটকে রেখে মারধরসহ প্রাণনাশের হুমকি দেয় অপহরণকারীরা। পরে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

রাকিবের পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মুক্ত ও অপহরণকারীদের গ্রেফতার করা হয়।

এ সম্পর্কিত আরও খবর