বার্তাটোয়েন্টিফোর.কম-এর অ্যাসোসিয়েট এডিটর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহফুজ পারভেজ বলেছেন, ‘বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন মাল্টিমিডিয়া নিউজপোর্টাল বার্তাটোয়েন্টিফোর.কম দেশের যুব ও তরুণদের ইতিবাচক ও আত্মকর্মসংস্থানমুখী দেখতে চায়। সংবাদ মাধ্যমটি সবসময় যুব ও তরুণদের প্রণোদনা দিয়ে আসছে।’
বুধবার (১৬ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের হিলভিউ-হামজারবাগ এলাকায় যুব উন্নয়ন অধিদফতর কর্তৃক আয়োজিত সাত দিনব্যাপী দক্ষতা ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অপ্রাতিষ্ঠানিক ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মাহফুজ পারভেজ বলেন, ‘বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার জনক, বার্তাটোয়েন্টিফোর.কমের প্রতিষ্ঠাতা, এডিটর ইন চিফ আলমগীর হোসেন যুব-তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও ইতিবাচক সংগ্রামশীলতাকে বিশেষ গুরুত্বের সঙ্গে উপস্থাপনের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। ফলে যুব ও তরুণদের ভালো কাজের পজিটিভ রিপোর্ট করার পাশাপাশি তাদেরকে সন্ত্রাস, মাদক ও ক্ষতিকর কাজের বাইরে আসার সামাজিক প্রেরণা সৃষ্টি করছে বাংলার, বাঙালির সংবাদ সারথি বার্তাটোয়েন্টিফোর।’
তিনি আরও বলেন, ‘আত্মবিকাশ ও কর্মসংস্থানের সুযোগ এমনিতেই তৈরি হয় না। শিক্ষা, প্রশিক্ষণ, শ্রম ও অবিরাম চেষ্টার মাধ্যমে সুযোগ ও সৌভাগ্য করায়ত্ত করতে হয়।’
যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক সালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম ওমেন চেম্বারের ডাইরেক্টর সুলতানা নূর জাহান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির, ইঞ্জিনিয়ার আবদুল বাতেন, যুব উন্নয়ন কর্মকর্তা জাহান উদ্দিন, উদ্যোক্তা আলমগীর সৈকত, সমাজসেবক মঈন উদ্দিন, নীলুফার ইয়াসমিন প্রমুখ।