বরিশালে ভুয়া দুই এনএসআই সদস্য আটক

বরিশাল, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল | 2023-08-25 12:30:41

বরিশালে ভুয়া দুই এনএসআই সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টায় বাকেরগঞ্জ উপজেলার মহেশপুর বাজার থেকে তাদেরকে আটক করে কারাগারে পাঠানো হয়।

আটক ব্যক্তিরা হলেন- বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামের মৃত ইউসুফ আলী মুন্সীর ছেলে রাসেল মুন্সী ও বরিশাল নগরীর কাউনিয়া জানুকী সিংহ রোডের মৃত সিরাজুল ইসলাম খানের ছেলে এম রাব্বি ইসলাম লেমন।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. অলিউল্লাহ আলম বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

বিষয়টি ১৬ অক্টোবর রাতে বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম।

এ সময় মামলার বরাত দিয়ে তিনি জানান, কম্পিউটার ব্যবসায়ী মো. অলিউল্লাহকে সাত-আট দিন আগে রাসেল মুন্সি ফোন, দিয়ে এনএসআই'র লোক বলে পরিচয় দেন। ফোন দিয়ে রাসেল বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি মামলা হয়েছে। ওই মামলার তদন্তে রয়েছেন তিনি। মামলা তদন্ত রিপোর্ট তার পক্ষে দিতে হলে টাকা দিতে হবে।

সেই মোতাবেক প্রতারক রাসেলমুন্সী ও রাব্বি ইসলাম লেমন টাকা নিতে আসেন। অলিউল্লাহর সন্দেহ হলে তার দোকানে বসেই তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা প্রমাণাদি দেখাতে না পারলে তাদের আটক করে বাকেরগঞ্জ থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশ এসে রাসেল মুন্সী ও কে এম রাব্বি ইসলাম লেমনকে আটক করে।

এ সম্পর্কিত আরও খবর