আশুলিয়ায় ১৮ ডাকাত গ্রেফতার

ঢাকা, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, আশুলিয়া (ঢাকা) | 2023-08-01 20:05:37

আশুলিয়ায় অভিযান চালিয়ে ১৮ ডাকাতকে গ্রেফতার করেছে থানা ও ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক বেলায়েত হোসেন।

এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে গ্রেফতার ১৮ ডাকাতকে আদালতে পাঠায় পুলিশ। বৃহস্পতিবার ভোরে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শফিকুল, সোহাগ, আলামিন-১, আফজাল, মাজাহারুল, মোহাম্মদ আলী, আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম, মো. কামাল, হান্নান, নিরব, সুলতান, খলিল, রুবেল, আমজাত আলী, শফিকুল, রাসেল ও আলামিন-২।

পুলিশ জানায়, আশুলিয়ায় ডাকাতি ও দীপ দাশ হত্যাকাণ্ডের জের ধরে ডাকাতদের গ্রেফতারে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ডাকাতির ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে দীপ দাশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

গত ৭ অক্টোবর রাত ২টার দিকে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে আশুলিয়ায় দীপ দাশ নামে এক ব্যক্তিকে হত্যা করে তার সঙ্গে থাকা মালামাল নিয়ে যায় কিছু ডাকাত।

এ ব্যাপারে ঢাকা জেলার উত্তর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর