রিয়াদ হত্যা: চাচার পরিবারের ৪ জন গ্রেফতার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 03:25:29

রাজধানী উত্তরখানে সপ্তম শ্রেণির ছাত্র রিয়াদ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার চাচার পরিবারের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ অক্টোবর) ভোরে সিলেটের জৈন্তাপুর এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আসামিরা হলেন- রিয়াদের চাচাতো ভাই আসাদুজ্জামান স্বপন, চাচা জজ মিয়া, চাচি সাবিনা আক্তার ও চাচাতো বোন তানজিয়া আক্তার শিখা।

ঢাকার উত্তরখান থানার এসআই মঞ্জুরুল বার্তাটোয়েন্টিফোর.কম-কে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, এরা প্রত্যেকেই এজাহারভুক্ত আসামি। মামলার আট আসামির মধ্যে প্রধান সন্দেহভাজনসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে, জৈন্তাপুরের একটি হোটেলে ভোরের দিকে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। মামলার বাকি তিন আসামি- আইনুদ্দিন, মো. আমীন ও আফসানা। তারাও নিহত রিয়াদের আত্মীয়।

গত সোমবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উত্তরখানের মধ্যপাড়া তালতলা মিয়াবাড়িতে নিজেদের বাসার সামনে হামলার শিকার হয় আনোয়ারা মডেল স্কুলের ছাত্র রিয়াদ (১৫) ও তার বড় ভাই রিজন (১৮)।

আহত রিয়াদকে প্রথমে টঙ্গী হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরদিন সেখানেই তার মৃত্যু হয়।

ঘটনার দিন রিয়াদের খালাত ভাই রিপন জানায়, পুরোনো বিরোধের জের ধরে চাচাতো ভাই স্বপন তাদের ছুরি মারে।

এই ঘটনায় স্বপনসহ আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন রিয়াদের বাবা মো. রাজু মিয়া।

এ সম্পর্কিত আরও খবর