সাভারে সুতার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সাভার (ঢাকা) | 2023-08-26 01:02:55

সাভারে অবনী নিটওয়্যার লিমিটেড নামের পোশাক কারখানার সুতার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ৪৫ মিনিটে লাগে এবং বিকেল ৪টা ১৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টা ৪৫ মিনিটে ওই গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে হেমায়েতপুরের একটি ও কল্যাণপুর ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, 'প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।'

এদিকে অবনী নিটওয়্যার লিমিটেড কারখানার নিরাপত্তাকর্মীরা সাংবাদিকদের কারখানায় প্রবেশে বাধা দেন।

আরও পড়ুন: সাভারে সুতার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

এ সম্পর্কিত আরও খবর