বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার ঘটনায় অতি দ্রুত চার্জশিট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) আয়োজিত ইউসিবি পাবলিক পার্লামেন্ট 'সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার এগিয়ে চলছে' শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনার সঙ্গে সঙ্গে আমরা অপরাধীদের ধরে ফেলেছি। অতি দ্রুত এ হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে। সেই সঙ্গে নির্দেশ দিয়েছি এ ঘটনায় অতিদ্রুত যেন নির্ভুল একটা চার্জশিট প্রস্তুত করা হয়। পাশাপাশি এ ঘটনায় ন্যায্য বিচার পায় আমরা সেটা আশা করছি। ইতোমধ্যে সে প্রক্রিয়া শুরু হয়েছে।
দেশের চলমান শুদ্ধি অভিযান নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যখন কোনো অসঙ্গতি দেখেছেন, সেটা কে বা কার দল তা তিনি দেখছেন না। অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন তিনি। যেখানেই অনিয়ম হবে, দুর্নীতি হবে, আইন অমান্য হবে সেখানেই অভিযান অব্যাহত থাকবে। আমরা কোনো এলাকা কিংবা বিষয়কে টার্গেট করছি না।