সরকার দুর্নীতির বিরুদ্ধে ফাইট করছে: পরিকল্পনামন্ত্রী

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিলেট | 2023-08-27 06:56:43

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘সরকার দুর্নীতির বিরুদ্ধে ফাইট করছে। দুর্নীতিবাজদের বিষয়ে কোনও সহিষ্ণুতা দেখানো হবে না। প্রধানমন্ত্রী বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স। দুর্নীতির বিরুদ্ধে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব।’

শনিবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টায় সিলেটের দক্ষিণ সুরমায় সিলেট সিটি করপোরেশনের ট্রাক টার্মিনাল উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমার মন্ত্রণালয় প্রকল্প পাশ করে, প্রক্রিয়া করে। আমার দায়িত্ব সেগুলো ভালোভাবে দেখা, তদারকি করা। আগে প্রকল্পগুলো তাড়াহুড়া করে ভেতরে গিয়ে দেখা হতো না। এখন আমরা এসবের ভেতরও পর্যবেক্ষণ করি।’

এম এ মান্নান বলেন, ‘আমি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি প্রতিটি প্রকল্প যাচাই বাছাই করে দেখতে। এতকিছুর পরও কিছু দুর্নীতিবাজ লোক ঝুঁকি নিয়ে দুর্নীতি করে।’

এর আগে ট্রাক টার্মিনালের উদ্বোধন অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘আমরা আধুনিক বাংলাদেশ চাই। শহরগুলোকে উন্নত করতে চাই। এই ট্রাক টার্মিনালকে আরও উন্নত করা হবে। তবে এসবের ব্যবহার বাড়াতে হবে। কারণ জনগণের টাকার সঠিক ব্যবহার করতে হবে।’

তিনি বলেন, ‘বিভিন্ন সময় দেখা যায় বালিশের দাম হাজার হাজার টাকা৷ বালিশ ওঠাতেও লাগে হাজার হাজার টাকা। এসব কলঙ্কজনক কাজ আর যেন না হয়। জনগণ সব দেখে, বোঝে।’

তিনি জানান, ‘সিলেট থেকে সুনামগঞ্জে যাতায়াত সহজ করতে বাইপাস করা হবে।’

ঢাকা থেকে সুনামগঞ্জ ঘুরে যেতে হয়। ট্রাকের রাস্তাঘাট ব্লক করে রাখে। অতিদ্রুত এই প্রকল্প পাশ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিটি করপোরেশনের কাউন্সিলর তৌফিক বকস লিপন, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর