সৌদি আরবে নিহত ওমরাহ যাত্রীদের মধ্যে ১১জন বাংলাদেশি

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-28 14:09:25

সৌদি আরবের মদিনায় বাস দুর্ঘটনায় অন্তত ৩৬ জন ওমরাহ যাত্রী প্রাণ হারান। নিহত ৩৬ জনের মধ্যে ১১ জন বাংলাদেশি রয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নিহতদের মরদেহ বাংলাদেশে পাঠানোর জন্য কাজ করছে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

এছাড়া ওই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

মদিনা থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে হিজরা রোডে বুধবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে। ওমরাহ যাত্রীবাহী বাসটি একটি লোডারের সাথে ধাক্কা লাগলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার সাথে সাথে বাসটিতে আগুন ধরে যায়।

সৌদি স্বাস্থ্য বিভাগের এক বরাতে জানানো হয়, নিহত ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিক। তবে বেশিরভাগ যাত্রী এশিয়া ও আরবের নাগরিক ছিলেন। তারা সবাই ওমরাহ যাত্রী ছিলেন।

এদিকে শনিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার শ্রম কল্যাণ উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাসটিতে ৪০ জন যাত্রীর মধ্যে ৩৬ জন নিহত হন। এর মধ্যে ৪জন আহত হয়েছেন। তবে তারা বাংলাদেশি নয়।

শ্রম কল্যাণ উইং এর প্রথম সচিব কে এম সালাহউদ্দিন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহতদের দেহ পুড়ে ছাই হয়ে যায়। মদিনার আল-মিকাত হাসপাতালে নিহতদের ডিএনএ এর নমুনা  সংগ্রহ করা হয়েছে।

স্বজনরা যোগাযোগ করলে মরদেহ শনাক্ত করতে সব রকম সহযোগিতা করা হবে।

বাস কোম্পানি সূত্রে জানা গেছে, এদের মধ্যে ১৩ জন বাংলাদেশি ছিল। যাদের মধ্যে ১০ জনের নাম পাওয়া গেছে। দুই জন আগেই মদিনায় নেমে গিয়েছিল। বাকি ১১ জন মক্কাগামী যাত্রী ছিলেন।

বিশেষ সূত্রে ৬ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, মোকতার হোসেন, হুমায়ুন কবির, নাসির, রহুল আমিন, মানি মিয়া, সাকিব। বাকীদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩৫ উমরাহ যাত্রী নিহত

এ সম্পর্কিত আরও খবর