অপহৃত শিশুসহ ৪ অপহরণকারী আটক

বিবিধ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 12:09:30

রাজধানীর দক্ষিণ সায়েদাবাদ থেকে অপহৃত সাহাবুদ্দিন নামে আড়াই বছরের এক শিশুকে নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব-১০। এ সময় নারীসহ চার অপহরণকারীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- মো. সোহেল (২৪), মো এমরান হোসেন (২০), শিরিনা বেগম (১৮) ও মো. রূপু আহমদ (২৬)।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় র‍্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো.কাইয়ুমুজ্জামান খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাহাবুদ্দিনের পরিবার শুক্রবার (১৮ অক্টোবর) তার অপহরণের বিষয়ে একটি অভিযোগ করেন। দক্ষিণ সায়েদাবাদ থেকে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে র‍্যাব-১০ এর একটি দল।’

মো.কাইয়ুমুজ্জামান খান আরও বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে র‍্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক আলী রেজা রাব্বির নেতৃত্বে একটি দল নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে অপহৃত শিশু সাহাবুদ্দিনকে উদ্ধার করে এবং চার অপহরণকারীকে আটক করে। এ সময় অপহরণকারীদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি ছুরি ও নগদ এক হাজার টাকা জব্দ করা হয়।’

তিনি বলেন, ‘আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা সাহাবুদ্দিনকে অপহরণ করে রুপগঞ্জের মধ্যপাড়ার একটি বাড়িতে আটকে রেখে তার পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় শিশুটির প্রাণনাশের হুমকি দেয়।’

আটককৃতদের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি অপহরণ মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর