মহিষের হামলায় আহত যুবকের মৃত্যু

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিলেট | 2023-08-30 01:21:12

সিলেটে মহিষের হামলায় জামাল উদ্দিন মোল্লা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কোম্পানিগঞ্জের পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ মো. জামাল উদ্দিন তার মৃত্যুর কথা জানিয়েছেন। তিনি বলেন, গত বুধবার ভারত থেকে আসা পাগলাটে এক মহিষের হামলায় আহত হন জামাল। শনিবার বিকেলে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ছাড়া জামাল উদ্দিনের সঙ্গে মহিষের হামলায় গুরুতর আহত আবুল হাসেম এখনও চিকিৎসাধীন।

জানা গেছে গত বুধবার সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে লোকালয়ে ঢুকে পড়ে ওই মহিষ। একপর্যায়ে ভোলাগঞ্জ, শাহ আরেফিন বাজার ও পাড়ুয়া এলাকার লোকজন ভিন্নধর্মী ওই মহিষটি আটকের চেষ্টা করলে মহিষের হামলায় অন্তত ১৫ জন আহত হন। পরে স্থানীয় সিকান্দর আলীর তার বন্দুক দিয়ে মহিষটিকে চারটি গুলি করে দুর্বল করেন। পরে মহিষটি জবাই করে স্থানীয়রা।

এ সম্পর্কিত আরও খবর