'মন্ত্রণালয়ে দুর্নীতির কোন সুযোগ নেই'

ঢাকা, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সাভার (ঢাকা) | 2023-08-31 08:29:20

মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, 'বাংলাদেশ সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। কোনো মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই। দুর্নীতি করে, টেন্ডারবাজি করে যারা অর্থের পাহাড় বানিয়েছেন তাদের খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।'

রোববার (২০ অক্টোবর) সাভারের সিএন্ডবি এলাকায় কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি মৎস্য অধিদফতরের ঢাকার কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত। তাই বর্তমানে দেশে উৎপাদিত মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব হচ্ছে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

এ সময় রাশেদ খান মেননের একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মন্তব্যের জবাবে আশরাফ আলী খান খসরু বলেন, 'রাশেদ খান মেননের আশা ভঙ্গের কারণে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এমন মন্তব্য করেছেন।'

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব রইছ উদ্দিন মন্ডল, কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি মৎস্য অধিদফতরের উপ পরিচালক মানিক মিয়াসহ অনেকে।

এ সম্পর্কিত আরও খবর