দেশে অসংক্রামক রোগের বিস্তার বাড়ছে

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 02:09:06

দেশে সংক্রামক রোগের চেয়ে অসংক্রামক রোগের বিস্তার বাড়ছে। ক্যানসার, হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের কারণে আগের যেকোনো সময়ের তুলনায় মানুষের অসুস্থতা ও মৃত্যুহার বেশি। তাই দেশের অসংক্রামক রোগের কার্যকর নিয়ন্ত্রণে গবেষণাকে উৎসাহিত করতে এক বৈজ্ঞানিক সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ ক্লিনিক্যাল রিসার্চ প্ল্যাটফর্ম।

রোববার (২০ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে দেশে প্রথমবারের মতো দু’দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন করা হয়। দেশের চিকিৎসক, গবেষক ও জনস্বাস্থ্য গবেষকরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

বাংলাদেশ ক্লিনিক্যাল রিসার্চ প্ল্যাটফর্মের পাশাপাশি এ সম্মেলনের সহযোগী আয়োজক হিসেবে আছে বিএসএমএমইউ ও আইসিডিডিআরবি।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকার বিজ্ঞানী, চিকিৎসক ও গবেষকদের গবেষণামুখী করে তোলার সব চেষ্টাই করে যাচ্ছে। স্বাস্থ্যখাতে গবেষণার বিষয়ে বিভিন্ন সময়োপযোগী উদ্যোগ নেওয়া হচ্ছে। তরুণ গবেষকরা যেন নানা মাত্রায় দেশের সমস্যা বিবেচনা করে গবেষণায় আগ্রহী হয়, সে প্রত্যাশাই করছি। আগামী কয়েক দশকের মধ্যে আন্তর্জাতিক গবেষণা পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান আরও জোরালো হবে বলে বিশ্বাস করি।’

সভাপতির বক্তব্যে বিএসএমএমইউ’র উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘চিকিৎসকরা এখন গবেষণামুখী হচ্ছে। আমাদের দেশের বাস্তবতায় অসংক্রামক রোগ নিয়ে গবেষণায় আরও চিকিৎসক ও গবেষকদের অংশগ্রহণ জরুরি। টেকসই উন্নয়নের জন্য আমাদের গবেষণায় বহুমাত্রিকতা যুক্ত করতে হবে।’

আইসিডিডিআরবি’র ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আইসিডিডিআরবি সব সময় নানান মাত্রার গবেষণাকে গুরুত্ব দিয়ে আসছে। শুধু দেশের বিভিন্ন সমস্যাকে নয়, পৃথিবীর টেকসই উন্নয়নের জন্য আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। দেশের চিকিৎসক, শিক্ষক, গবেষক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিজ্ঞানী সবাইকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য গবেষণার দিকে বেশি গুরুত্ব দিতে হবে।’

বৈজ্ঞানিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আইসিডিডিআরবি’র ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সম্মেলনের কনভেনর আইসিডিডিআরবি’র ইনিশিয়েটিভ ফর নন কমিউনিকেবল ডিজিজেস হেলথ সিসটেম অ্যান্ড পপুলেশন স্টাডিজ ডিভিশনের (এইচএসপিএসডি) প্রধান ডা. আলিয়া নাহিদ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর