ময়মনসিংহে বোমা সন্দেহে লাগেজ ঘিরে রেখেছে পুলিশ-র‍্যাব

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-09-01 16:43:02

ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজের কাছে বোমা সন্দেহে একটি লাগেজ ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একইসঙ্গে আশপাশের মানুষজনকে নিরাপদ দূরত্বে থাকতে বলেছেন তারা।

রোববার (২০ অক্টোবর) রাত ৮টা থেকে লাগেজটি ঘিরে রাখে পুলিশ ও র‍্যাব।

পুলিশ জানায়, পাটগুদাম ব্রিজের কাছে সকাল থেকে সারাদিন লাল রঙের একটি লাগেজ পড়ে থাকতে দেখেন ট্রাফিক পুলিশের এক সদস্য। পরে সন্দেহ হলে সন্ধ্যায় পুলিশকে জানান তিনি।

পরামর্শ করছে পুলিশ ও র‌্যাব

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন ও র‍্যাবের সিইও লে. কর্নেল ইফতেখার উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, ‘লাল রঙয়ের লাগেজটি রহস্যজনক। তাই, বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঢাকা থেকে আসছেন। আসলে বোঝা যাবে লাগেজটিতে কি আছে।’

এ সম্পর্কিত আরও খবর